Wednesday, January 26, 2022

Biology SSC Chapter 12 Written Questions

 CHAPTER 12 Creative Questions

১। লিমন জন্মের বছর থেকেই রক্তশূন্যতায় ভুগছে। ভাক্তারের পরামর্শে মাস অন্তর অন্তর রক্ত দিতে হয়। তবে আয়রনযুক্ত খাবার দিতে নিষেধ করেন

. DNA এর পূর্ণরূপ লিখ।

. জীনকে বংশগতির ধারক বলা হয় কেন ?

. লিমনের রোগটির কারণ ব্যাখ্যা কর

 . লিমনের এই রোগ হওয়ার জন্য তার বাবা-মা দায়ী -ব্যাখ্যা কর

 

. রানী মামুন স্বামী-স্ত্রী। তাদের রক্তের গ্রুপ একই। একবার রাণী অসুস্থ হলে মামুন রক্ত দিলে চাইলে ডাক্তার বারন করলেন

. জিন কি

. মেন্ডেলিজম বলতে কী বোঝ?

গ। ডাক্তার মামুনকে রক্ত দিতে মানা করল কেন? ব্যাখ্যা কর।

. রানীর সন্তান ধারণের ক্ষেত্রে তাদের রক্তের গ্রুপ কোন প্রভাব ফেলবে?

 

. সিফাত কৃষকের দুই কন্যা সন্তান রয়েছে। বড়টি বাবার আর ছোটটি মায়ের মতো হয়েছে। সম্প্রতি আরও একটি কন্যা সন্তান হওয়ায় স্ত্রীর উপর ক্ষুব্দ। পরে গ্রামের সহাস্থ্যকর্মীর মাধ্যমে জানে যে এর জন্য সিফাতই দায়ী

. লোকাস কী

. অনুলিপন বলতে বোঝ?

 . সিফাতের সন্তানদের ক্ষেত্রে এরূপ ভিন্নতার কারণ কর।

. সিফাতের ক্ষুদ্ব হওয়াটা অযৌক্তিক। বিশ্লেষণ কর।

No comments:

Post a Comment

Biology SSC Chapter 12 Written Questions

 CHAPTER 12 Creative Questions ১। লিমন জন্মের ১ বছর থেকেই রক্তশূন্যতায় ভুগছে। ভাক্তারের পরামর্শে ২ মাস অন্তর অন্তর রক্ত দিতে...