Tuesday, February 4, 2025

মোলিক অর্থনীতি

অর্থনীতি: অসীম অভাব এবং সীমিত সম্পদের মধ্যে যে আলোচনা করা হয় তাকে অর্থনীতি বলে। 


প্রাথমিকভাবে অর্থনৈতিক সমস্যা দুইটি।  যথা - 

১. দুষ্প্রাপ্যতা : দুষ্প্রাপ্যতা বা স্বল্পতা বলতে বুঝায় জনগণ তাদের অভাব পূরণের জন্য যে পরিমাণ দ্রব্য ও সেবা ভোগ করতে চায় তা প্রয়োজনের তুলনায় সীমিত।


২. নির্বাচন: অসীম অভাব থেকে অভাবের গুরুত্ব অনুসারে ১ টি অভাবকে বেছে নেওয়াকে নির্বাচন বলে। এটি দুই প্রকার। যথা-

No comments:

Post a Comment

মোলিক অর্থনীতি

অর্থনীতি: অসীম অভাব এবং সীমিত সম্পদের মধ্যে যে আলোচনা করা হয় তাকে অর্থনীতি বলে।  প্রাথমিকভাবে অর্থনৈতিক সমস্যা দুইটি।  যথা -  ১. দুষ্প্রাপ্...