Wednesday, August 11, 2021

Die, Dead and Death এর পার্থক্য

 Die,  Dead,  Death

               কখন কোনটি বসবে?


 1. Die হলো Verb. এর Present form die, Past form এবং  Past Participle হলো died.


Example : The man died on Wednesday.

                   লোকটি বুধবারে মারা গিয়েছিল।

 (এই বাক্যে Died verb  হিসেবে বসেছে)


2. Dead হলো Adjective.


Example : The man is dead.

                  লোকটি মৃত।

 (এই বাক্যে dead adjective হিসেবে বসেছে) 


3. Death হলো Noun.


Example : The man did a good job

                   before his death.

         লোকটি তার মৃত্যুর আগে ভালো কাজ করেছিল।

 (এই বাক‍্যে death noun হিসেবে বসেছে)


#dead #died #death #nouns #adjectives #verb

No comments:

Post a Comment

Biology SSC Chapter 12 Written Questions

 CHAPTER 12 Creative Questions ১। লিমন জন্মের ১ বছর থেকেই রক্তশূন্যতায় ভুগছে। ভাক্তারের পরামর্শে ২ মাস অন্তর অন্তর রক্ত দিতে...