Wednesday, January 19, 2022

Most Common Proverbs in English

 Most Common Proverbs 

1. অল্প বিদ্যা ভয়ংকরী - A little learning is a dangerous thing. 

2. অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু - A friend in need is a friend indeed. 

3. অভাবে স্বভাব নষ্ট- Necessity knows no law. 

4. অতি চালাকের গলায় দড়ি - Too much cunning overarching itself. 

5. অতি লোভে তাঁতী - All covet, all lost / Grasp all, lose all 

6. অনেক সন্নাসীতে গাজন নষ্ট- Too many cooks spoil the broth.

7. অতি ভক্তি চোরের লক্ষণ- Too much courtesy, too much craft.

8. একতাই উথান, বিভেদে পতন - Unity is strength, disruption is ruin/ United we stand, divided we fall. 

9. অর্থই অনর্থের মূল- Money is the root of all evils. 

10. অধ্যবসায়ের ফলেই সাফল্য লাভ ঘটে- Success comes throughe perseverance. 

11. কয়লা শত দুইলেও ময়লা যায় না- Black will take no other hue. 

12. অতিরিক্ত পরিশ্রম স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর- Excessive labour is harmful to health.

13. সে তিলকে তাল করতে চেষ্টা করছিল - He was trying to make a mountain out of a molehill. 

14. সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে - It has been drizzling since morning. 

15. চকচক করলেই সোনা হয় না - All that glitters is not gold.

16. গাছে কাঁঠাল গোঁফে তেল - To count the chickens before they are hatched. 

17. আয় বুঝে ব্যয় কর- Cut your coat according to your cloth.

18. আগে ঘর তবে তো পর- Charity begins at home. 

19. আপন ভাল তো জগত ভাল- To the pure all things are pure. 

20. আপন চরকায় তেল দাও- Mind your own business.

21. আপনি বাঁচলে বাপের নাম- Self preservation is the first law of nature. 

22. আমড়া গাছে আম হয় না - You cannot make a silk purse out of a sow's ear. 

23. যাকে দেখতে নারি, তার চলন বাঁকা - Faults are thick where love is thin.

24. অতি মাখামাখি করলে মান থাকে না - Familiarity breeds contempt. 

25. সাবধানের মার নেই- To be forewarned is to be forearmed.

26. তাকে তিরস্কার করা হয়েছিল - He was taken to task.

27. অতি আদরে ছেলেটি গোলায় গেছে- Too much indulgence has spoiled the boy.

28. তিলকে তাল করা- To make a mountain out of a mole hill

29. ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় - A burnt child dreads the fire. 

30. অপমানের চেয়ে মৃত্যু শেষ- Death is preferable to dishonor.

31. উলুবনে মুক্তা ছুড়াও না- Do not cast pearls before swine.

32. তারা সাগরের কাছে একটি কুটিরে বাস করত - They lived in a hut close to the sea.


#proverbs #proverb #common_proverbs #most_common_proverbs #job_exam_proverbs

No comments:

Post a Comment

Biology SSC Chapter 12 Written Questions

 CHAPTER 12 Creative Questions ১। লিমন জন্মের ১ বছর থেকেই রক্তশূন্যতায় ভুগছে। ভাক্তারের পরামর্শে ২ মাস অন্তর অন্তর রক্ত দিতে...