Tuesday, August 17, 2021

Degree Change or Comparison of Adjective & Adverbs

Degree অর্থ কী?

Degree অর্থ হলো তারতম্য বা তুলনা।

Degree কী?

Degree হলো adjective এবং adverb এর comparison বা তুলনা।

এই Comparison কে দুই ভাগে ভাগ করা হয়েছে।

1.Equal         2. Unequal 

1. Equal Comparison মানে সমান। সুতরাংEqual ই হলো Positive Degree।

2. Unequal হলো সমান নয়। সুতরাং Unequal Comparison ই হলো Comparative Degree ও Superlative Degree.

সুতরাং Degree তিন প্রকার।

1. Positive Degree 2. Comparative Degree 3. Superlative Degree 

Positive Degree তে কোন তুলনা হবে না।

Comparative Degree দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা হবে।

Superlative Degree দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা হবে।

Adjective ও Adverb এর মধ্যে তুলনা

যেমন : Positive    Comparative     Superlative

adj:-   beautiful   more beautiful  most beautiful  Adv:-Beautifully more beautifully most beautifully 

নিন্মের এই ট

Adjective গুলির Degree পরিবর্তনের নিয়মগুলো 

1. Adjective এর শেষে দুটি Consonant অথবা শেষে Consonant এর পূর্বে দুটি Vowel থাকলে er এবং est করতে হয়।

Example : 

Positive - Comparative - Superlative

Bright         brighter           brightest 

Deep           deeper             deepest 

2. Consonant + Vowel + Consonant (CVC) এই এই নিয়মের মধ্যে পড়লে সর্বশেষ অক্ষরটি আরো ১বার লিখে তারপর er এবং est যোগ করতে হবে।

Big       bigger        biggest 

Thin     thinner       thinnest

3. শেষ e থাকলে r এবং st যুক্ত করতে হয়।

brave   braver    bravest 

fine      finer        finer

nice     nicer        nicer

4. Positive Degree এর শেষে y এবং তার পূর্বে Consonant থাকলে y উঠে গিয়ে ier এবং iest যোগ করতে হয়।

dry   drier    driest

happy happier happiest 

* কিন্তু y এর পূর্বে Vowel থাকলে y এর পরিবর্তন হয় না। সেক্ষেত্রে er এবং est যোগ করতে হয়।

gay   gayer   gayest

5. দুই Syllables যুক্ত অধিকাংশ adjective বা দুই এর অধিকাংশ এবং  ful, ly, ed, ing ish ও ous যুক্ত সমস্ত শব্দের শুরুতে more / less এবং most/ lest যোগ করতে হয়।

beautiful        more beautiful      most beautiful 

Hated    more hated      most hated

boring   more boring    most boring 

stylish   more stylish    most stylish 

famous   more famous   most famous

6. নিম্নের word গুলি কোন নিয়ম মেনে চলে না। অর্থাৎ এরা Irregular Comparison 

Positive    Comparative    Superlative

old    older/elder    oldest / eldest

late   latter /later    last/lattest

out    outter     utmost, uttermost

far   farther /further   farthest /furthest

bad//badly   worse    worst

much/many  more    most

in      inner   inmost, inner-most

up   upper upper-most

good/well   better   best

Wednesday, August 11, 2021

Failure is the Pillar of Success or Perseverance Brings Success

 Important completing story with Bengali meaning for SSC


Failure is the Pillar of Success

Or, Perseverance Brings Success


Robert Bruce was a famous king of Scotland.He ruled over the country with good name and fame. His army was defeated for six times against his enemies. At last he lost his kingdom. He fled away to save  his life.He took shelter in a cave. He was in a sad mood. One day the king was lying in the cave and thinking about how he could get back his kingdom. Suddenly he noticed a spider trying to reach the ceiling of the cave. It failed six times and became successful in the seventh attempt.This sight inspired Robert Bruce very much. He gathered an army of strong men and attacked his enemies.At last he defeated them and got back his kingdom.

বাংলা অনুবাদ :   ব্যর্থতাই সফলতার ভিত্তি /অধ্যবসায় সফলতা আনে


রবার্ট ব্রুস স্কটল্যান্ডের এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি সুনাম অর্জন করে দেশ শাসন করেছিলেন। তার সেনাবাহিনীর শত্রুদের সাথে ছযবার পরাজিত হয়েছিল। অবশেষে তিনি তার রাজ্য হারালেন। তিনি জীবন রক্ষা করার জন্য পালিয়ে গেলেন। তিনি গুহায় আশ্রয় নিলেন। তিনি বিষণ্ন মনে ছিলেন। একদিন রাজা গুহায় শুয়েছিলেন এবং কিভাবে রাজ‍্য ফিরে পাওয়া যায় তা নিয়ে চিন্তা করছিলেন। হঠাৎ তিনি এক মাকড়সা দেখলেন গুহার সিলিং-এ উঠার জন্য চেষ্টা করছিল। এটা ছয়বার অকৃতকার্য হল এবং সপ্তম প্রচেষ্টায় কৃতকার্য হল। এ দৃশ্য রবার্ট ব্রুসকে বেশ অনুপ্রাণিত করল। তিনি শক্তিশালী মানুষের একটি সেনাবাহিনী সংগ্রহ করলেন এবং তার শত্রুদের আক্রমণ করলেন। অবশেষে তিনি তাদের পরাজিত করেন এবং তার রাজ্য ফিরে পান।

Traffic Jam ( যানজট )

 Important Paragraph for #ssc students with Bengali meaning.


Paragraph: Traffic Jam ( যানজট )


Due to some causes if a number of vehicles remain still and cannot move, then it is called traffic jam. It is a common affair in big cities and towns in our country. It usually cccurs in the busy areas of a city or town. It is one of the major problems. Everyday the city people have to face this unbearable problem. The density of population is the main cause of traffic jam. The enormous increase of buses, trucks, autorickshaws, rickshaws is also responsible for this problem. Moreover, the traffic control system is not developed in our country. The drivers want to drive their vehicles at their street will. Illegal parking of vehicles is also responsible for traffic jam. It causes untold sufferings to the people who move on the vehicles as well as on foot. It kills our valuable time and our works are hampered. This problem can be solved by adopting some effective measures. Traffic rules should be imposed strictly. Well Planned spacious roads should be constructed. Public awareness is also needed in this respect.


বাংলা অনুবাদ: যদি কোন কারণে কতগুলো যানবাহন অচল অবস্থায় থাকে তখন এটিকে যানজট বলে। আমাদের দেশের বড় বড় শহরে এটি একটি সাধারণ ঘটনা। এটি সচরাচর শহরের ব্যস্ত এলাকায় সংঘটিত হয়ে থাকে। এটি প্রধান সমস্যা গুলোর মধ্যে অন্যতম। প্রতিদিন শহরের জনগণকে অসহ্য সমস্যার সম্মুখীন হতে হয়। জনসংখ্যার ঘনত্ব যানজটের প্রধান কারণ। বাস, ট্রাক, অটোরিক্সা, রিক্সা প্রভূতির সংখ্যার বিপুল বৃদ্ধিই এর জন্য দায়ী। এছাড়াও আমাদের দেশের যান চলাচল ব্যবস্থা উন্নত নয়। যানবাহনের চালকরা তাদের ইচ্ছেমত যানবাহন চালাতে চায়। অবৈধভাবে যানবাহন রাখাও যানজটের জন্য দায়ী। এটি বিভিন্ন যানবাহনে চলাচলকারী লোক ও পথচারীদের জন্য অবর্ণনীয় দু:খ-কষ্ট বয়ে আনে। এটি আমাদের মূল্যবান সময় নষ্ট করে এবং আমাদের কাজ ক্ষতিগ্রস্ত হয়। কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এ সমস্যার সমাধান করা সম্ভব। ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে। সুপরিকল্পিত ভাবে প্রশস্ত রাস্তা নির্মাণ করতে হবে। এর জন্য গণ সচেতনতাও প্রয়োজন।

A Friend Inneed is a Friend Indeed

Important Completing Story with Bengali Meaning for #SSC Students


A Friend in Need is a Friend Indeed


Once there were two friends. They lived in a certain village. They promised that they would help each other at the time of danger. One day they were passing through a deep forest. At that time, a terrible incident happened. They saw a bear coming towards them. One of the friends knew how to climb up a tree. So, he climbed up a tree promptly. The other friend didn't know how to climb up a tree. So, he lay down on the grass and acted as he was dead. The bear came near the lying friend, smelt the body and thought it to be a deadbody. As the bear does not eat a deadbody, he went away. Then the first friend got down from the tree and asked his friend. "What did the beer whisper to you? In reply the second friend said that the bear gave him a good advice. The bear said  "Never believe a friend who leaves you in danger." At this, the first friend was ashamed and went away without saying anything.


অনুবাদ : একদা দুই বন্ধু বাস করত। তারা এক গ্রামে বাস করত। তারা প্রতিজ্ঞা করেছিল যে, বিপদের সময় তারা পরস্পরকে সাহায্য করবে। একদিন তারা এক গহীন বনের মধ্য দিয়ে যাচ্ছিল। ঐ সময় এক ভয়ানক ঘটনা ঘটল। তারা একটি ভাল্লুক তাদের দিকে আসতে দেখল। এক বন্ধু জানতো কিভাবে গাছে উঠতে হয়। তাই সে তৎক্ষণাৎ গাছে উঠে গেল। অন্য বন্ধু জানতনা কিভাবে গাছে উঠতে হয়। তাই সে গাছের উপর শুয়ে পড়ল এবং মৃত মানুষের ভান করল। ভাল্লুকটি শায়িত লোকটির কাছে এল, শরীরের গন্ধ নিল এবং একে মৃতদেহ ভাবল। ভাল্লুক মৃতদেহ খায় না বলে চলে গেল। তখন প্রথম বন্ধু গাছ থেকে নামল এবং তার বন্ধুকে জিজ্ঞেস করল, "ভাল্লুক  তোমার কানে কানে কি বলেছে?" উত্তরে দ্বিতীয় বন্ধু বলল যে, ভাল্লুক তাকে একটি ভালো উপদেশ দিয়েছে। ভাল্লুক বলেছে, "যে বন্ধু তোমাকে বিপদে ফেলে চলে যায় তাকে কখনও বিশ্বাস করিও না।" এতে প্রথম বন্ধু লজ্জিত হলো কিছু না বলে চলে গেল।

You can never use infinitive 'to' after some verbs

 Important Verb:- know, consider, decide, discover, explain, find out, forget, learn, teach, understand ইত্যাদি verb গুলির পর Infinitive 'to' use করার পূর্বে question word:- who, how, which, what, when, where ইত্যাদি ব‍্যবহৃত হয়। 

Example-

Incorrect : Rina does not know to sing.

Correct : Rina does not know how to sing.

Incorrect : He showed me to drive a car.

Correct : He showed me how to drive a car.

Incorrect : I could not understand to do.

Correct : I could not understand what to do.

Bare Infinitive কী?

 Bare Infinitive কী?

Ans: Infinitive 'to' উহ‍্য থাকাটাই Bare Infinitive.

Bare Infinitive এর use নিয়ে লেখা...

1. bid, feel, hear, know, let, love, make, notice, observe, please, see, understand, watch ইত্যাদি verb গুলো যখন Active voice থাকে তখন bare infinitive ব‍্যবহৃত হয় অর্থাৎ infinitive এর to উহ‍্য থাকে।

Example -

Incorrect : Please to do the work.

Correct : Please do the work.

Incorrect : I heard him to say this.

Correct : I heard him say this.

N.B. কিন্তু উল্লেখিত Verb গুলোর Passive form এ to বসবে।

Example - 

Active : I saw him go there.

Passive : He was seen to go there.


2. দুটি Infinite যখন and, or, as well as দ্বারা যুক্ত হয়, সেক্ষেত্রে পরবর্তী infinitive 'to' উহ‍্য থাকে।

Example -

Incorrect : I have to prepare my lesson as well as to look after my ailing mother.

Correct : I have to prepare my lesson as wellas look after my ailing mother.


3. Better, had better, had rather, had sooner, rather than, rather, sooner, than, would rather, would sooner এর পর bare infinitive ব‍্যবহৃত হয়।

Example -

Incorrect : I would rather to die than beg.

Correct : I would rather die than beg.


4. Anything, Nothing but এবং Nothing except এর পরে bare infinitive ব‍্যবহৃত হয়।

Incorrect : I can do anything but to tell a lie.

Correct : I can do anything but tell a lie.


#bareinfinitive #infinitive #useto #to #englishgrammar #BareInfinitiveInBengali

Common Errors in English

 Common Errors in English (1-50) Part -1


(1) Incorrect : My bicycle worths seven pounds.

      Correct: My bicycle is worth seven pounds.

Note : worth  হচ্ছে adjective একে verb হিসেবে ব্যবহার করা যাবে না।


(2) Incorrect : The bird was feeding it's young.

      Correct : The bird was feeding its young.

Note : It's হচ্ছে it is এবং it has এর contracted form এবং its হচ্ছে it এর possessive form.


(3) Incorrect : He is quite capable to do that.

      Correct : He is quite capable of doing that.

Note : Capable এবং incapable এরপর of +(verb+ing) বসাতে হয়।


(4) Incorrect : Jony is able of doing the work.

      Correct : Jony is able to do the work.

Note : able এবং unable এরপর infinite (to+verb1) বসে।


(5) Incorrect : I object to be treated like this.

      Correct : I object to being treated like this.

Note : Object to এরপর verb +ing বসে।


#englishgrammar #commonmistakes #commonmistakesinenglish #CommonErrors

Die, Dead and Death এর পার্থক্য

 Die,  Dead,  Death

               কখন কোনটি বসবে?


 1. Die হলো Verb. এর Present form die, Past form এবং  Past Participle হলো died.


Example : The man died on Wednesday.

                   লোকটি বুধবারে মারা গিয়েছিল।

 (এই বাক্যে Died verb  হিসেবে বসেছে)


2. Dead হলো Adjective.


Example : The man is dead.

                  লোকটি মৃত।

 (এই বাক্যে dead adjective হিসেবে বসেছে) 


3. Death হলো Noun.


Example : The man did a good job

                   before his death.

         লোকটি তার মৃত্যুর আগে ভালো কাজ করেছিল।

 (এই বাক‍্যে death noun হিসেবে বসেছে)


#dead #died #death #nouns #adjectives #verb

Biology SSC Chapter 12 Written Questions

 CHAPTER 12 Creative Questions ১। লিমন জন্মের ১ বছর থেকেই রক্তশূন্যতায় ভুগছে। ভাক্তারের পরামর্শে ২ মাস অন্তর অন্তর রক্ত দিতে...